Monday, 23 December 2024

মন পড়ে রয় বইয়ের পাতায়


জীবন তো নেই আর বাকি,
পড়তে পড়তে তাই পাতায় পাতায় দিনভর কত কিছুই না লিখে রাখি,
দিনশেষে অবশেষে ক্লান্ত চোখে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে
নিজ হাতে লেখা ইতিহাস খুঁজে খুঁজে দেখি।

কতকিছুই না পড়তে মন চায়। সময় তো শেষ হয়ে এল। তাই বারবার মনে হচ্ছে কিছুই তো পড়া হলো না, জানা হলো না। 

No comments:

Post a Comment

History Today

What happened on this day in history